ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দলকে এফএসআইবিএলের পৃষ্ঠপোষকতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দলকে পৃষ্ঠপোষকতা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। 

এই ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে সম্প্রতি মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী দল ও ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমী নারী দলের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি